ক্রিকেট

যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার

যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার
আগামী ৭ থেকে ১৩ এপ্রিলের মধ্যে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের। যেখানে রাখা হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসনের নাম। নিউজিল্যান্ডের জার্সিতে সর্বশেষ ২০১৮ সালে খেলেছেন অ্যান্ডারসন। ২০২০ সালে তিনি অবসরের ঘোষণা দেন এক সময় ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক এই কিউই তারকা। মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছেন তিনি। ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলতে তার কোনো ধরনের সমস্যা নেই। ইতোমধ্যে মাইনর লিগ ক্রিকেটে দুর্দান্ত প্রতাপে রান করেছেন অ্যান্ডারসন। খেলেছেন ২৮ ইনিংস, স্ট্রাইকরেট যেখানে ১৪৬, রান করেছেন ৯০০। অ্যান্ডারসন ছাড়াও ভারতের সাবেক অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় হারমিত সিং, কানাডার সাবেক অধিনায়ক নিতিশ কুমার, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া তারকা আন্দ্রিস গোস যুক্তরাষ্ট্র স্কোয়াডে সুযোগ পেয়েছেন। মাইনর লিগের ইতিহাসে সর্বোচ্চ রান করা স্বত্বেও সাবেক ভারতীয় অনূর্ধ্ব-১৯ অধিনায়ক উন্মুক্ত চাঁদ নেই এই স্কোয়াডে।

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রের | হয়ে | খেলবেন | সাবেক | নিউজিল্যান্ড | অলরাউন্ডার