ক্রিকেট

সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে: পোথাস

সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে: পোথাস
ভারত বিশ্বকাপের পর জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। দীর্ঘ সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টাইগার অলরাউন্ডার। সাকিব সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের আগস্টে। তখন দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সাকিবের জাতীয় দলে ফেরায় খুশি বাংলাদেশ দলের সবাই। সাকিবের দলে ফেরা একটা প্রশান্তি। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হওয়ায় চট্টগ্রাম টেস্টে থাকবেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর অবর্তমানে প্রধান কোচের দায়িত্ব পালন করা পোথাস ম্যাচের আগে দিন উপস্থিত হয়েছিলেন সংবাদ সম্মেলনে । সেখানেই বললেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’ পোথাস আরও বলেন, ‘ সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।’  

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিব | এলে | দলের | মধ্যে | একটা | প্রশান্তি | চলে | আসে | পোথাস