রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনের ওডেসা শহর। দ্বিতীয় দিনের মতো শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এই বন্দর নগরীটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
শনিবার (২ জুলাই) ওডেসার উপকণ্ঠে একটি অবকাশ যাপন কেন্দ্রে মিসাইলের আঘাতে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার দেয়া এ প্রতিবেদনে ওডেসা নগর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ওডেসার একটি আবাসিক ভবনে রুশ হামলায় প্রাণ যায় ১৬ জনের। বন্দর নগরীটির নিয়ন্ত্রণ নিতে সেখানে সেনা সংখ্যাও বাড়িয়েছে মস্কো।
এদিকে গোলাবর্ষণ অব্যাহত আছে লুহানস্কের শহর লিসিচানোস্কেও। রুশ হামলার তীব্রতায় প্রাণ বাঁচাতে শহরটি ছাড়তে মরিয়া সেখানকার নাগরিকরা। জীবন বাঁচাতে অনেকে আশ্রয় নিচ্ছেন বাংকারে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হয়। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালায়।
টিআর