জামালপুর জেলার দেওয়ানগঞ্জে গ্যাস্টিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই বিয়াইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কান্টু মিয়া (৪৫) ও কমল মিয়া (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।
রোববার (০৭ ডিসেম্বর) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শীতকালীন দাওয়াতে কান্টু মিয়ার বাড়িতে যান তার বিয়াই কমল মিয়া। রাতে ঘুমানোর আগে গ্যাস্টিকের ওষুধ খেতে গিয়ে ঘরে থাকা ইঁদুর মারার ট্যাবলেট ভুল করে সেবন করেন দুজনই। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা প্রথমে তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কান্টু মিয়ার মৃত্যু হয়। পরে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়াও মারা যান। ঘটনার পর বানিয়াপাড়া ও পোড়াভিটা গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে।
দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
এসএইচ//