ক্রিকেট

হিলি-মুনির ব্যাটিংয়ে পাত্তা পেলো না বাংলাদেশ

হিলি-মুনির ব্যাটিংয়ে পাত্তা পেলো না বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে পরাজিত হলো বাংলাদেশ নারী দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তিন অঙ্ক  ছুঁয়ে ফেলার পরেও হারতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। দুই অস্ট্রেলিয়ান ওপেনারের সামনে পাত্তা পায়নি বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ১২৭ রানের লক্ষ্যমাত্রা বিনা উইকেটে, ১৩ ওভার খেলে টপকে যায় অস্ট্রেলিয়া। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে থাকল সফরকারী দল। ওডিআই সিরিজে যা হয়নি, তাই হয়েছিল এবার। অস্ট্রেলিয়ার সামনে কিছুটা আশা করার মতো রান ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু তা ম্লান হয়ে যায়। প্রতিপক্ষ দলের দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির চওড়া ব্যাটিংয়ে সুযোগ তৈরি করতে পারেনি টাইগ্রেস বোলাররা। মারুফা আক্তার-নাহিদা আক্তারদের কোনো সুযোগ না দিয়ে হিলি ও মুনি মিলে ইনিংস শেষ করলেন। অধিনায়ক হিলির ব্যাটে আসে ৪২ বলে ৬৫ রান। অন্যদিকে মুনি করেন ৩৬ বলে ৫৫ রান। দুজনেই ছিলেন অপরাজিত। বাংলাদেশের দেয়া লক্ষ্যমাত্রা ৪২ বল বাকি থাকতে পূরণ করে নেন। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য মোটেও ভালো করেনি বাংলাদেশ।  রানের পাতা খোলার আগেই ওপেনার দিলারা আক্তারের উইকেট হারায় তারা।  যা সোফি মোলিনেক্সের প্রথম ডেলিভারিতেই।  পরের ওভারেই ফিরে যান সোবহানা মোস্তারি।  বাংলাদেশ দলীয় ২ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে। তবে সেখান থেকে জ্যোতি ও মুর্শিদার ব্যাটিংয়ে প্রাণ পায় বাংলাদেশ। শুরুতে যে চাপে পড়েছিল দল সেখান থেকে উদ্ধার হয় কিছুটা হলেও। এরমধ্যে দলীয় ৫৯ রানে ফিরে যান মুর্শিদা। তবে ব্যক্তিগত ২০ রানে মুর্শিদার ফেরাতে খুব বেশি পিছিয়ে পড়েনি তখনো দল। ফাহিমা খাতুনকে সাথে নিয়ে ছুটতে থাকলেন এবার জ্যোতি। দুজনে মিলে গড়লেন ৬০ রানে জুটি। শেষ ওভারে ফাহিমা ফেরেন ২৭ রানে। তবে ততক্ষণে সম্মানজনক সংগ্রহ তুলেছে দল। জ্যোতি অপরাজিত ছিলেন ৬৪ বলে ৬২ রানে।

এ সম্পর্কিত আরও পড়ুন হিলিমুনির | ব্যাটিংয়ে | পাত্তা | পেলো | বাংলাদেশ