আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাবির ‘গ’ ইউনিটে ৮৬ শতাংশই ফেল

ঢাবির ‘গ’ ইউনিটে ৮৬ শতাংশই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শতকরা হিসাবে ১৪ দশমিক ৩০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ পরীক্ষায় অংশ নেয়া প্রায় ৮৬ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

আজ রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৯ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২৮৯ জন। 

যেভাবে ফল জানা যাবে:

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (admission.eis.du.ac.bd), ব্যবসায় শিক্ষার অনুষদের ডিন অফিস, ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এসএমএসে ফল জানতে রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GA Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানতে পারবেন।

গত ৩ জুন ঢাকা ও ঢাকার বাইরের ৭টি বিভাগীয় শহরে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ৯৩০টি।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবির | গ | ইউনিটে | ৮৬ | শতাংশই | ফেল