আর্কাইভ থেকে এশিয়া

করোনা কাটিয়ে উহানজুড়ে বসন্তের আমেজ

করোনা কাটিয়ে উহানজুড়ে বসন্তের আমেজ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের দাপট আবারো বেড়েছে। স্বস্তি ফিরেছে উৎপত্তিস্থল চীনের উহানে। মৃত্যুপুরী উহান নগরীজুড়ে এখন শুধুই বসন্তের আমেজ। বসন্তের বাতাসে চেরি ফুলের সৌরভে ছেয়ে গেছে চারপাশ। বেড়েছে পর্যটকের আনাগোনাও। চেরির শোভা উপভোগ করতে করোনার সময় কাজ করে যাওয়া দেশটির স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

চীনা গণমাধ্যমগুলো জানায়, প্রতি বছরের মতো এবারো উহানের চারপাশ ছেয়ে গেছে চেরীর শোভায়। দেখে বোঝার উপায় নেই গেলো বছরের এই সময়টায় করোনায় মৃত্যুর মিছিলে আহাজারিতে সেখানকার পরিবেশ ভারি হয়েছিল তা বোঝার উপায় নেই। উহান এখন পরিণত হয়েছে আকর্ষণীয় চেরি ফুলের উদ্যানে।

চেরি ফুলের শোভায় মুগ্ধ দর্শনার্থীরা। বেড়েছে পর্যটকের আনাগোনাও। এক পর্যটক বলেন, আবার এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই বছরটা বিশেষ। করোনা মোকাবেলায় সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছি।

গেল বছর ৪২ হাজার স্বাস্থ্যকর্মীর আপ্রাণ চেষ্টায় উহানে নিয়ন্ত্রণে আসে করোনা পরিস্থিতি। করোনাকালে যেসব সম্মুখযোদ্ধা জীবন বাজি রেখে নিরলস কাজ করে গেছে তাদের কৃতজ্ঞতা জানাতে চেরী ফুলের সৌন্দর্য উপভোগে আমন্ত্রণ জানিয়েছে উহান কর্তৃপক্ষ। দীর্ঘ সময় পর পুরানো ঠিকানায় ফিরে উচ্ছসিত তারা।

এক দর্শনার্থী বলেন, গেল বছর চেরি ফুল নিয়ে আমি কবিতা লিখেছিলাম। আশা করেছিলাম একদিন যেন সম্মুখযোদ্ধারা উহানে এসে এর সৌন্দর্য উপভোগ করতে পারে।

আরেক জন বলেন, উহানকে এখন বেশ সমৃদ্ধ শহর মনে হচ্ছে। আমাদের চেষ্টা বৃথা যায়নি। করোনা মোকাবিলায় সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছি।

বর্তমানে স্বাভাবিক জীবন যাপন করছে উহানবাসী। প্রকৃতির নিয়মে ফোটা চেরী ফুলের সৌর্ন্দয্য করোনা মহামারির ভয়াবহতা কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছে তাদের।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | কাটিয়ে | উহানজুড়ে | বসন্তের | আমেজ