আর্কাইভ থেকে করোনা ভাইরাস

টিকা সরবরাহ না বাড়ালে ব্রিটেনকে হুঁশিয়ারি ইউরোপীয় কমিশনের

টিকা সরবরাহ না বাড়ালে ব্রিটেনকে হুঁশিয়ারি ইউরোপীয় কমিশনের

ইউরোপে কোভিড ভ্যাকসিন সরবরাহের পরিমাণ না বাড়ালে ব্রিটেনকে একহাত দেখে নেওয়ার হুঁশিয়ারি দিছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়্যঁ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জানান, ব্রিটেন থেকে রপ্তানি হওয়া দেশগুলোতে টিকার সমান বণ্টন হওয়া প্রয়োজন। ব্রেক্সিটের পর করোনা ভ্যাকসিন ইস্যুতে কয়েক মাস ধরেই ইউরোপীয় জোট আর ব্রিটেনের মধ্যে চাপা উত্তেজনা চলছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়্যঁ বলেন, গেলো এক মাসে ইউরোপীয় অঞ্চল থেকে চার কোটি ১০ লাখের বেশি ভ্যাকসিন পাঠানো হয়েছে বিশ্বের ৩৩টি দেশে। এর বেশিরভাগই রপ্তানি করেছে ব্রিটেন। একই সময় ৪০ লাখের মতো টিকা অন্য দেশকে দিয়েছে ইউরোপীয় জোট। তাদের দাবি, ভ্যাকসিন পাঠানোর ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না দিলেও নিজেদের চাহিদা পূরণ করাই মূল টার্গেট।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, মহামারির বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ব্রিটেনে প্রথম শনাক্ত হওয়া বি১১৭ প্রজাতির ভাইরাসের প্রভাবে ইইউ সদস্য রাষ্ট্রগুলোয় করোনার তৃতীয় ধাক্কা দেখা দিয়েছে। এ অবস্থায় টিকাদান কর্মসূচির গতি বাড়ানো প্রয়োজন। ইউরোপীয় মেডিসিন এজেন্সি-ইএমএ’র ওপর পূর্ণ আস্থা রয়েছে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের বিষয়ে সংস্থাটি যে সিদ্ধান্ত দিবে তাই চূড়ান্ত। তবে গবেষণার জন্য তাদেরও সময় দিতে হবে বলে জানান ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন টিকা | সরবরাহ | বাড়ালে | ব্রিটেনকে | হুঁশিয়ারি | ইউরোপীয় | কমিশনের