আর্কাইভ থেকে বাংলাদেশ

শিকাগোতে কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আটক ১

শিকাগোতে কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আটক ১

যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩১ জন। এ ঘটনার পর সন্দেহভাজন ২২ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ।

মঙ্গলবার (৫ জুন) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। 

প্রতিবেদনে বলা হয়,   আটককৃত ওই ব্যক্তির নাম রবার্ট ই ক্রিমো,  বয়স ২২ বছর।

স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) সকালে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে কুচকাওয়াজ শুরুর পরপরই প্রথম গুলির শব্দ পাওয়া যায়। 

পুলিশ বলছে, ওই বন্দুকধারী ছাদ থেকে এলোপাথাড়ি গুলি ছুড়েছেন ওই যুবক।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, সকালে বন্দুকধারীর হামলায় ৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লেক কাউন্টির মেজর ক্রাইম টাস্ক ফোর্সের মুখপাত্র ক্রিস্টোফার কোভেলি সাংবাদিকদের বলেছেন, আজকের উৎসবের দিনটি আমাদের জন্য শোকের হয়ে গেল। অনেক মানুষের প্রাণহানি হয়েছে। অনেকে চিকিৎসাধীন।

তিনি বলেন, এই কাজে বন্দুকধারী একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করেছে। উঁচু ভবনের ওপর থেকে গুলি চালানোয় তাকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। আমরা তার সন্ধানে কাজ করছি। তিনি এই শহরেরই আশপাশের কোথাও থাকতে পারে।

পুলিশ কমান্ডার ক্রিস ওনিল বলেন, কাছাকাছি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছাদে আগ্নেয়াস্ত্রের আলামত পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী মাইলস জারেমস্কি বলেন, একটি শান্তিপূর্ণ প্যারেড অনুষ্ঠিত হচ্ছিল। প্যারেড শুরুর পরপরই সকাল ১০টা ২০ মিনিটে দুটি গুলির আওয়াজ আসে। সঙ্গে সঙ্গে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর টানা ২০-৩০টি গুলির শব্দ পাওয়া যায়। 

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন শিকাগোতে | কুচকাওয়াজে | বন্দুকধারীর | গুলিতে | নিহত | ৬ | আটক | ১