আর্কাইভ থেকে বাংলাদেশ

গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ

গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ

রাজধানীর মোহাম্মদপুরে টিনশেড এক বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে মা আম্বিয়া খাতুন (৪৫) -ছেলে মো. কাজল (২৬) দগ্ধ হয়েছেন।তাদের মধ্যে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আম্বিয়ার অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আজ মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে নবীনগর হাউজিংয়ের ২ নম্বর রোডে ৪৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, আম্বিয়া খাতুন বাসা-বাড়িতে কাজ করেন। দুই ছেলে ও স্বামী মমতাজ আহমেদকে নিয়ে তিনি ওই বাসায় থাকেন। তার ছেলে কাজল নবোদয় হাউজিংয়ে একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাসায় সিলিন্ডারের গ্যাসে রান্না হয়। ভোরে আম্বিয়া রান্নাঘরে গিয়ে ম্যাচ জ্বালতেই জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। এতে তার শরীরে আগুন লেগে যায়। এ সময় মায়ের চিৎকারে ছুটে গিয়ে আগুন নেভাতে গিয়ে কাজলের হাত পুড়ে যায়।

মো. বাচ্চু মিয়া আরও বলেন, মা ও ছেলেকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে আম্বিয়াকে আইসিইউতে ভর্তি করেন চিকিৎসকরা। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। কাজলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন গ্যাসের | আগুনে | মাছেলে | দগ্ধ