জাতীয়

মেট্রোরেলে ভ্যাট আরোপের বিষয়ে আমরা কিছুই জানি না: কাদের

মেট্রোরেলে ভ্যাট আরোপের বিষয়ে আমরা কিছুই জানি না: কাদের
হঠাৎ করে কারা জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে বলে ঘোষণা দিল। এ সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। গণপরিবহণের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। এখনো জুলাই মাস অনেক দূরে। আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নেইনি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে, প্রশাসন দৃষ্টি রেখেছে। তবে, এ বিষয় নিয়ে গোটা পার্বতী চট্টগ্রাম অশান্ত হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। অচিরেই এর সমাধান হয়ে যাবে। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত, সরকার তা খতিয়ে দেখছে। সেতুমন্ত্রী বলেন, বিএনপির এখন চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নেই। রাতারাতি গণতন্ত্রের পতাকা বিকশিত হবে এটা ভাবার কোনো কারণ নেই। ২১ বছর এ দেশে গণতন্ত্রের চিহ্ন ছিল না। প্রধানমন্ত্রী নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করেছেন। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বিএনপি সন্ত্রাস-খুনের রাজনীতি শুরু করেছে। ২১ বছর এ দেশে গণতন্ত্রের চিহ্নও ছিল না। আমরা অনেক দেরিতে শুরু করেছি। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন। পরিপূর্ণতা কোথাও আসেনি, আমরা চেষ্টা করছি। আমাদের গণতন্ত্র বিকাশমান। এই প্রতিষ্ঠানকে যেকোনো মূল্যে আমরা বাঁচিয়ে রাখব। সেতুমন্ত্রী বলেন, এবার গণভবনেও ইফতার পার্টি হয়নি। গতবারও হয়নি। আমরা পার্টি না করে অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমরা আমাদের রোজার মাসের পরিকল্পনা নিয়েছি, সেভাবে সারা দেশে আমাদের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা আওয়ামী লীগের ঐতিহ্য... বিপদে আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

এ সম্পর্কিত আরও পড়ুন মেট্রোরেলে | ভ্যাট | আরোপের | বিষয়ে | কিছুই | জানি | কাদের