আর্কাইভ থেকে বাংলাদেশ

গ্রামীণ টেলিকমের সভাপতি-সাধারণ সম্পাদক ৭ দিনের রিমান্ডে

গ্রামীণ টেলিকমের সভাপতি-সাধারণ সম্পাদক ৭ দিনের রিমান্ডে

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতে।

আজ বুধবার (৬ জুলাই) ঢাকার একটি আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৬ জুলাই) ডিবির গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম রেজাউল হক রেজা তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ এবং আইনজীবী ও টেলিকম সিবিএ নেতার যোগসাজশে তড়িঘড়ি করে শতাধিক মামলা থেকে গ্রামীণ টেলিকমকে ইনডেমনিটি দেয়ার জন্য বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ-আত্মসাতের ঘটনায় গ্রামীণ টেলিকম কর্মচারী ইউনিয়নের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন গ্রামীণ | টেলিকমের | সভাপতিসাধারণ | সম্পাদক | ৭ | দিনের | রিমান্ডে