আর্কাইভ থেকে বাংলাদেশ

এক দিনের ব্যবধানে বিদুৎতাড়িত হয়ে দুই কৃষকের মৃত্যু

এক দিনের ব্যবধানে বিদুৎতাড়িত হয়ে দুই কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নুর ইসলাম (৫৫) নামের এক কৃষক আমন বীজে সেচ দিতে গিয়ে বিদুৎতাড়িত মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখান কপুর মাষ্টারটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কৃষক ওই এলাকার এছাহকের ছেলে। এদিকে এক দিনের ব্যবধানে বিদুৎতাড়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হওয়ায় উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় খলিল বিএসসি জানান, সকাল সাড়ে ৯ টার দিকে আমন বীজতলায় সেচ দেয়ার জন্য মটর ঘরে যান কৃষক নুর ইসলাম। সেখানে সুইচ দেয়ার জন্য বোর্ডে হাত দিলে  বিদুৎতাড়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খলিল বিএসসি জানান, নিহত কৃষকের ভাতিজা বেলাল হোসেনের পুলিশে চাকুরী হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ঐ বাড়ীতে আত্মীয়-স্বজনদের দাওয়াত দিয়ে আপ্যায়ণের ব্যাপক প্রস্তুতি চলছে। বাবুচিরাও রান্নাও তুলে দিয়েছেন। অনেক আত্মীয়-স্বজন তাদের বাড়ীতে অবস্থানও করছেন। এই আনন্দের দিনে কৃষক নুর ইসলাম বিদ্যুতায়িত হয়ে মারা যাবেন এটা খুবই দু:খজনক। এখন ঐ পরিবারের মাঝে শোকের ছায়া বইছে।

এ দিকে গত বুধবার সকাল ১০ টার দিকে একই উপজেলার তালুক শিমুলবাড়ী জকুরটল এলাকায়  বিদুৎতাড়িত হয়ে অন্য এক কৃষকের মৃত্যূ হয়। নিহত কৃষকের নাম এচাহাক আলী (৫৭)। তিনি ওই এলাকার মৃত মনিরুজ্জামান ওরফে মনির ধনির ছেলে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হবে। তিনি আরও জানান এক দিনের ব্যবধানে একই ভাবে দুই কৃষকের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। তিনি সবাইকে সচেতন হওয়ার আহব্বান জানিয়েছেন। 

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন এক | দিনের | ব্যবধানে | বিদুৎতাড়িত | হয়ে | দুই | কৃষকের | মৃত্যু