আর্কাইভ থেকে বাংলাদেশ

নাট্যজগৎ তাদের সবার প্রিয় ‘আম্মা’কে হারালেন : সুবর্ণা

নাট্যজগৎ তাদের সবার প্রিয় ‘আম্মা’কে হারালেন : সুবর্ণা

নন্দিত অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে তার মৃত্যু হয়েছে। কালজয়ী এ অভিনেত্রী দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। অবশেষে ঝলমলে অভিনয় জীবনের ইতি টেনে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, মৃত্যুর সময় শর্মিলী আহমেদের বয়স হয়েছিল ৭৫ বছর। শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে তার জন্ম।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা লিখেছেন, আমাদের সময়ের অসাধারণ এক অভিনয়শিল্পী, আমার প্রিয় চাচি আজ সকালে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর প্রয়াণে গোটা নাট্যজগৎ তাঁদের সবার প্রিয় ‘আম্মা’কে হারালেন।

এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়সে। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে। অভিনয়জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন যে বিনোদন অঙ্গনে তিনি সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন।

শর্মিলী আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সিনেমা ও নাট্যাঙ্গনে।

এ সম্পর্কিত আরও পড়ুন নাট্যজগৎ | তাদের | সবার | প্রিয় | আম্মাকে | হারালেন | | সুবর্ণা