আর্কাইভ থেকে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৪

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায়  নিহত ১৪

দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরে একটি বারে বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত আরও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, রোববার (১০ জুলাই) ভোরে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে প্রবেশ করে এবং একদল যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

পুলিশ বলছে, গুলি চালানোর পরপরই ঘটনাস্থল থেকে একটি মিনিবাসযোগে সটকে পড়ে হামলাকারীরা। তবে কেন এ হামলা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। হতাহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছর।

গৌতেং প্রদেশের পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা বিবিসিকে বলেছেন, গুলিটি "নিরীহ সরাইখানার পৃষ্ঠপোষকদের ওপর ঠাণ্ডা মাথায় এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় গোলাগুলির ঘটনা নতুন নয়। বেশিরভাগই হামলার ঘটনা ঘটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণ | আফ্রিকায় | বন্দুক | হামলায় | | নিহত | ১৪