আর্কাইভ থেকে বাংলাদেশ

বাংলাদেশে জন্য সমরাস্ত্রবাহী কার্গো প্লেন গ্রিসে বিধ্বস্ত

বাংলাদেশে জন্য সমরাস্ত্রবাহী কার্গো প্লেন গ্রিসে বিধ্বস্ত

সার্বিয়া থেকে বাংলাদেশে ল্যান্ড মাইনসহ ১১ টন অস্ত্রশস্ত্র বহনকারী ইউক্রেনের একটি কার্গো বিমান শনিবার (১৬ জুলাই) গভীর রাতে উত্তর গ্রিসের কাভালা শহরের কাছে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ৮ ক্রু’ই মারা গেছেন। তারা সবাই ইউক্রেনের নাগরিক।

রোববার (১৭ জুলাই) সার্বিয়ান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টারর্সের দেয়া প্রতিবেদন থেকে জানা যায়।

ঘটনাস্থল থেকে ড্রোন থেকে তোলা ছবি থেকে জানা যায়, মাঠের মধ্যে ছড়িয়ে থাকা বাল্কিং আন্তোনভ অ্যান-১২ বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়। 

গ্রীক কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে আটজন ক্রু ছিলেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তারা সবাই ইউক্রেনের নাগরিক।

সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বিমানটি তার প্রতিরক্ষা শিল্পের তৈরি ১১.৫ টন পণ্য বহন করছিল এবং ক্রেতা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

তিনি বলেন, ক্রু সদস্যরা নিহত হয়েছেন।

গ্রীক কর্তৃপক্ষ বিমানটির কার্গো সম্পর্কে তথ্য দিতে পারেনি তবে বিশেষ বিপর্যয় প্রতিক্রিয়া ইউনিট এবং সেনা বিশেষজ্ঞদের ঘটনাস্থলে তদন্তের জন্য পাঠানো হয়েছে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশে | জন্য | সমরাস্ত্রবাহী | কার্গো | প্লেন | গ্রিসে | বিধ্বস্ত