রাত ৮টার পর দোকানপাট, মার্কেট শপিং মল খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাত ৮টা থেকে বন্ধ থাকবে দোকানপাট, শপিং মল ও আলোকসজ্জা। বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে, তারা খুব কঠিনভাবে পর্যবেক্ষণ করবেন এ বিষয়টি। যদি কেউ অমান্য করেন তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি অফিসের সভাগুলোও অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গাড়িতে তেলের ব্যবহার কমাতে হবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা হবে। পেট্রোল পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে এবং বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।
এদিকে সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।
মেহা