আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন মারা গেছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

রোববার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধর মজুমদার।

তিনি জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে ফেনী যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়।

মরদেহ থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন প্রাইভেটকার | নিয়ন্ত্রণ | হারিয়ে | খাদে | স্বামীস্ত্রীসহ | নিহত | ৩