আন্তর্জাতিক

দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’, বিতর্কঝড়ে গোটা ভারত

দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’, বিতর্কঝড়ে গোটা ভারত
আচমকাই বদলে গেছে ভারতের সরকারি টেলিভিশন চ্যানেল-দূরদর্শনের লোগোর রং।নীলের বদলে দূরদর্শনের লোগো এখন গেরুয়া। সরকারি গণমাধ্যমের লোগোতে এ পরিবর্তন আনার ঘটনায় রাতারাতি শোরগোল পড়ে গেছে গোটা দেশে। সরব হয়েছে সরকারবিরোধি শিবির। তবে যাদের বিরুদ্ধে সমালোচনার তীর ছুড়ছেন, সেই বিজেপি শিবির এখন পর্যন্ত নিশ্চুপ। মুখে কুলুপ এঁটেছেন নরেন্দ্র মোদি প্রশাসনও। ১৯৫৯ সালে প্রথম সম্প্রচার শুরু হওয়ার পরে ১৯৬৫ সালে আকাশবাণীর একটি অংশ হিসেবে শুরু হয় দূরদর্শনের নিয়মিত সম্প্রচার। বর্তমানে ডিডি ন্যাশনাল, ডিডি ইন্ডিয়া, ডিডি স্পোর্টসসহ  ৬টি রাষ্ট্রীয় চ্যানেল এবং ডিবি বাংলা, ডিডি বিহারসহ ১৭টি  আঞ্চলিক চ্যানেল পরিচালনা করে দূরদর্শন। তবে চলমান লোকসভা ভোটের মধ্যেই সরকারি গলমাধ্যমটির  লোগোর রং পরিবর্তন করে গেরুয়া করায় অনেকেই অবাক হয়েছেন। ভোটের মুখে এই রংবদলের পেছনে অনেকেই রাজনীতির ছায়া দেখছেন। এরকম ভাবার যথেষ্ট কারণও রয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দলীয় রং গেরুয়া। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই অনেক সরকারী প্রতিষ্ঠান ও স্থাপনায়  গেরুয়াকরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।  বিজেপি শিবিরের গেরুয়াকরণের এমন তালিকায় সবশেষ যুক্ত হলো সরকারি প্রচারমাধ্যম। বিজেপিবিরোধী শিবির মনে করছে, সুকৌশলে কেন্দ্রের শাসকদলের গেরুয়াকরণ নীতির জেরেই এমনটা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায় এর কঠোর সমালোচনা করেছেন। তিনি জানান, যখন দেশজুড়ে সাধারণ নির্বাচন চলছে, তখন হঠাৎ করেই দূরদর্শনের লোগোর রং বদলে গেরুয়া করে ফেলা হয়েছে। এ্টা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনী। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার সংস্থা প্রসার ভারতীর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জহর সরকারও লোগোর রং গেরুয়া করার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন,  ‘লোগো নীল থেকে গেরুয়া রংয়ে পরিবর্তন করায় এটা এখন আর প্রসার ভারতী নেই, এটা একটা বিশেষ দলের ‘প্রচার ভারতী’।’ এক ভিডিও বার্তায় দূরদর্শনের সাবেক এই সিইও বলেন, ‘এটা দুঃখজনক যে সরকারি চ্যানেল তাদের ব্রান্ডিংয়ের জন্য এই রং বেছে নিয়েছে। তবে সেটা কমলা বা অন্য কোনো রং হতে পারতো। লক্ষ লক্ষ মানুষ এটা দেখেন। কোনো নির্দিষ্ট ধর্মের রং ছড়ানোর জন্য এই প্লাটফর্ম ব্যবহার করা ঠিক নয়। এদিকে, সরকারী গণমাধ্যমের লোগো গেরুয়াকরণের বিরুদ্ধে সমলোচনার ঝড় অব্যাহত থাকলেও একেবারে মুখে কুলুপ এঁটেছেন ক্ষমতাসীন বিজেপি জোট এবং মোদি প্রশাসন। তবে মুখ খুলেছেন প্রসার ভারতীয়’র বর্তমান সিইও গৌরব দ্বিবেদী। তিনি দূরদর্শনের লোগোর রং বদলের বিষয়ে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন,  ‘নতুন লোগোটি কমলা রংয়ের, গেরুয়া রংয়ের নয়।  আর এই পরিবর্তন কোনো দল বা নির্দিষ্ট কোনো রংয়ের সঙ্গে সম্পর্কিত নয়। তিনি জানান,  এর আগেও দূরদর্শনের লোগোতে নীল ও হলুদ রং ব্যবহার করা হয়েছে। লোগোতে উজ্জ্বল রং করা বিজ্ঞাপন কৌশলের অংশ। তাই এই পরিবর্তনগুলো চ্যানেলের স্বার্থে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন দূরদর্শনের | লোগোর | রং | বদলে | গেরুয়া | বিতর্কঝড়ে | গোটা | ভারত