রাজনীতি

ব্যারিস্টার খোকনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

ব্যারিস্টার খোকনের বহিষ্কার আদেশ প্রত্যাহার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গত ৪ এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্ত অমান্য করে দায়িত্ব গ্রহণ করেন। এর প্রেক্ষিতে গেলো ৬ এপ্রিল ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের কার্যক্রমকে দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থি হিসেবে গণ্য করে সবার সম্মতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালের কাছে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দুঃখ প্রকাশ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যারিস্টার | খোকনের | বহিষ্কার | আদেশ | প্রত্যাহার