‘তীব্র এই তাপপ্রবাহে যেখানে স্কুল-কলেজ বন্ধ করবেন শিক্ষামন্ত্রী, সেখানে স্কুল-কলেজ বন্ধ করতে হয় আদালতকে। যে শিক্ষামন্ত্রী সাধারণ অভিভাবক ও কোমলমতি বাচ্চাদের কথা ভাবে না সেই শিক্ষামন্ত্রীর আমরা পদত্যাগ চাই। শুধু ঘরের মধ্যে বসে না থেকে সাধারণ জনগণের কথা ভাবেন।’
মঙ্গলবার(৩০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে এবাবেই প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ দাবি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি নামে এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংগঠন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম।
শিক্ষামন্ত্র্রীর উদ্দেশ্যে বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত তিনি (শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী) নিয়েছেন এর জন্য তার বিরুদ্ধে মামলা করা উচিত।’
অনুষ্ঠানে সরকারকে পদত্যাগের অহবান জানিয়ে জাতীয় সংসদের সাবেক এই চিফ হুইপ বলেন, ‘ ‘সরকারকে বলব পদত্যাগ করুন, দেশের মানুষকে বাঁচান। লুট করবেন আপনারা, দুর্নীতি করবেন আপনারা আর তার প্রভাব সাধারণ জনগণের ওপর পড়বে এটা হতে পারে না। গত ১৫ বছরের অন্যায় অত্যাচারের মধ্যদিয়ে এই সরকার ক্ষমতায় আছে। বিনা কারণে দেশের অনেক মানুষকে গুম করেছে, খুন করেছে, অন্যায়ভাবে গ্রেফতার-নির্যাতন করেছে। এই তাপপ্রবাহে আওয়ামী লীগ নিশ্চুপ বসে আছে কেন?’
আয়োজক সংগঠনের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক এইচএম স্বপন রানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নিশু, শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসার উপস্থিত ছিলেন।