আন্তর্জাতিক

ইসরাইলবিরোধী আন্দোলন: কেএফসির শতাধিক আউটলেট বন্ধ

ইসরাইলবিরোধী আন্দোলন: কেএফসির শতাধিক আউটলেট বন্ধ
গাজায় ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে সারা বিশ্বে চলছে আন্দোলন। আর এ আন্দোলনের টেউ লেগেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ায়।  ইসরাইলের পাশাপাশি দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিও এই আন্দোলনের তোপের মুখে পড়েছে। আর এই কারণে মার্কিন ফাস্ট ফুড প্রতিষ্ঠান কেএফসি মালেশিয়ায় শতাধিক আউললেট বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল)  এমন খবর দিয়েছে রয়টার্স । মালয়েশিয়ায় কেএফসি মালিক ও পরিচালক প্রতিষ্ঠান হলো কিউএসআর ব্র্যান্ডস। সোমবার এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, সারা দেশে তারা ১০৮টি কেএফসি আউটলেটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলবিরোধী | আন্দোলন | কেএফসির | শতাধিক | আউটলেট | বন্ধ