আর্কাইভ থেকে বাংলাদেশ

হিরো আলম ‘জীবনে আর এমন করবেন না’

হিরো আলম ‘জীবনে আর এমন করবেন না’

আলোচিত-সমালোচিত শিল্পী হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাইবার সংক্রান্ত বিভিন্ন অভিযোগে আজ বুধবার (২৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের হিরো আলমের বিরুদ্ধে ডিবির সাইবার ইউনিটের কাছে বেশ কিুছ অভিযোগ রয়েছে। হিরো আলম বিভিন্ন গান পরিবর্তন করে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। বিনা অনুমতিতে পুলিশ কনস্টেবলের পোশাক পরে ডিআইজির ভূমিকায় অভিনয় এবং ঘুরে বেড়ানোর অভিযোগে তাকে ডাকা হয়েছিল।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদকালে হিরো আলম মুচলেকা দিয়ে বলেছেন যে, তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না। তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে।

রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে বিকৃতভাবে উপস্থাপন করায় গেলো বৃহস্পতিবার (২১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার হিরো আলমকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।  

নোটিশে তার কয়েকটি গানকে গণ-উৎপাত আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে সামাজিক মাধ্যম থেকে অপসারণ করতে বলা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন হিরো | আলম | জীবনে | আর | এমন | করবেন