আর্কাইভ থেকে বাংলাদেশ

আজ শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা

আজ শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা

দেশের গুচ্ছ পদ্ধতিতে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। এ বছর ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন করেছেন ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি। এরমধ্যে সবচেয়ে বেশি এক লাখ ৬০ হাজার শিক্ষার্থী বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন।

আজ শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা হবে।

এরপর আগামী ১৩ আগস্ট ‘বি’ ইউনিটে মানবিক এবং ২০ আগস্ট ‘সি’ ইউনিটে বাণিজ্য অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই কেন্দ্রে উপস্থিত হতে হবে। নির্ধারিত রুম পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে খোলা হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট ও ওএমআর শিটে অভিন্ন স্বাক্ষর থাকতে হবে।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন আজ | শুরু | গুচ্ছ | ভর্তি | পরীক্ষা