আর্কাইভ থেকে দেশজুড়ে

ভূরুঙ্গামারীতে বাল্য বিয়ে ও মাদকবিরোধী র‌্যালি

ভূরুঙ্গামারীতে বাল্য বিয়ে ও মাদকবিরোধী র‌্যালি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্য বিয়ে ও মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা নামের একটি সুগঠনের উদ্যোগে ভূরুঙ্গামারী সরকারি কলেজ চত্বর থেকে একটি র‌্যালী শহরের গুরত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংগঠনটির সভাপতি ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্টার প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে কলেজ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আলেফ উদ্দিন, বিএডিসির সাবেক  প্রধান প্রকৌশলী ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফখরুজ্জামান জেটসহ আরও অনেকে।

সভায় বক্তারা ভূরুঙ্গামারীকে মাদক ও বাল্য বিয়ে মুক্ত করতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। এসময় তারা ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুর পর্যন্ত মেইল বাস সার্ভিস চালুর দাবিও জানান।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ভূরুঙ্গামারীতে | বাল্য | বিয়ে | ও | মাদকবিরোধী | র‌্যালি