আন্তর্জাতিক

গাজার গুরুত্বপূর্ণ সীমান্তপথ দখল করলো ইসরাইল

গাজার গুরুত্বপূর্ণ সীমান্তপথ দখল করলো ইসরাইল
অবরুদ্ধ গাজার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিয়েছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (৭ মে) মিসরের সঙ্গে গাজার সংযোগকারী রাফা স্থল সীমান্তপথটি ‍নিজেদের দখলে নেয় ইসরাইল। খবর আলজাজিরা। এই সীমান্তপথ দিয়েই এতদিন গাজায় ত্রাণসহায়তা প্রবেশ করতো। ফলে গাজায় ত্রাণসহায়তা প্রবেশের বিষয়টি নতুন আরেক অনিশ্চয়তার মধ্যে পড়লো। ইসরাইল দাবি করছে, রাফা সীমান্ত পথটি সন্ত্রাসী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। রোববার কারেম আবু সালেম ক্রসিংয়ে হামাসের মর্টার হামলার বিষয়টির কথা উল্লেখ করে দেশটি। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি ইসরাইলের সামরিক বাহিনী। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়া সত্ত্বেও সোমবার রাতে রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন গাজার | গুরুত্বপূর্ণ | সীমান্তপথ | দখল | করলো | ইসরাইল