আর্কাইভ থেকে আবহাওয়া

বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও কমছে না দেশের তাপমাত্রা

বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও কমছে না দেশের তাপমাত্রা

গেলো ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে।বিগত দিনে দেখা গেছে, বৃষ্টি হলে তাপমাত্রার কিছুটা হলেও তারতম্য হয় কিন্তু এবার তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায় ৯৬ মিলিমিটার। ঠিক এরপরের স্থানে রয়েছে নেত্রকোনা যার পরিমাণ ৬৯ মিলিমিটার।

অন্যদিকে, গেলো ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো মোংলায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো নেত্রকোনায় ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সন্ধ্যারাতের দিকে ১০ মিলিমিটার পরিমাণ বৃষ্টি হলেও রাজধানীবাসী পুড়ছে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রায়।

আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষন হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে কিন্তু রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গপোসাগরের অন্যত্র দূর্বল মাঝারী অবস্থায় আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিচ্ছিন্নভাবে | বৃষ্টি | হলেও | কমছে | দেশের | তাপমাত্রা