বিনোদন

দীর্ঘ বিরতির পর শুটিং ফ্লোরে আফরান নিশো

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

অভিনয় জগতে নিজের দক্ষতা দেখিয়ে দর্শকদের মন জয় করেছেন আফরান নিশো। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’এর সাফল্যের পর সবাই ভেবেছিলেন, চলচ্চিত্রে আবারও ব্যস্ত হবেন তিনি। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে বেশ কিছুদিন আড়ালে ছিলেন নিশো। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিশোর জন্মদিনে আনুষ্ঠানিক ঘোষণা আসে তার দ্বিতীয় সিনেমা ‘দাগী’র।

সোমবার (২৩ ডিসেম্বর) শুরু হয়েছে এ সিনেমার শুটিং। দীর্ঘ বিরতির পর শুটিং ফ্লোরে  ফিরলেন নিশো।

‘দাগী’ সিনেমায় থাকছে দুই নায়িকা। প্রথম সিনেমার সহ-অভিনেত্রী তমা মির্জার পাশাপাশি এবার পর্দায় দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে। সিনেমাটির শুটিং শুরু হয়েছে নীলফামারী থেকে। এরপর রাজশাহী, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চলে হবে এর কাজ। সিনেমার নব্বই ভাগ শুটিং হবে ঢাকার বাইরে, আর শেষ অংশের শুটিং হবে ঢাকাতে।

সিনেমাটি পরিচালনা করছেন শিহাব শাহীন, যিনি প্রায় ৯ বছর পর ‘ছুঁয়ে দিলে মন’-এর পর দ্বিতীয় সিনেমা নিয়ে ফিরছেন। অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে নির্মিত এই সিনেমার গল্প নিয়ে তিনি বলেছেন, দর্শক এমন গল্প আগে দেখেননি। দুই বছর ধরে এই সিনেমার প্রি-প্রোডাকশনে কাজ চলছে।

‘দাগী’ আসছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। গল্পনির্ভর এই সিনেমাটি একজন হিরোর মুক্তি ও প্রায়শ্চিত্তের যাত্রা নিয়ে। নিশো এই সিনেমার মাধ্যমে আবারও নতুন কিছু নিয়ে দর্শকদের সামনে হাজির হতে প্রস্তুত।

এদিকে, ‘দাগী’ ঘোষণার পর নিশো নতুন একটি ওয়েব সিরিজেও যুক্ত হয়েছেন। এটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। এর আগেও এই জুটি দর্শকদের জন্য প্রশংসনীয় কাজ উপহার দিয়েছে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন দাগী | আফরান নিশো