আর্কাইভ থেকে বাংলাদেশ

চায়ের দাওয়াতকে বিএনপি তামাশা হিসেবে দেখেছে : টিপু মুনশি

চায়ের দাওয়াতকে বিএনপি তামাশা হিসেবে দেখেছে : টিপু মুনশি

প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতকে বিএনপি তামাশা হিসেবে দেখেছেন। তবে বিষয়টি সন্তোষজনক ছিল। সেক্ষেত্রে বিএনপি ধন্যবাদ দিয়ে বলতে পারত তাদের এখন চা খাওয়ার সময় নেই। বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে রংপুরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবন ‘ইসমাত’ ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আন্দোলন যেকোনো দলের গণতান্ত্রিক অধিকার। তবে বিএনপি যে আন্দোলন করছে তা যেন সহিংসতায় রূপ না নেয়।

তিনি আরও বলেন, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী সহায়তা করছে। এই কার্ডে কোনো অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন চায়ের | দাওয়াতকে | বিএনপি | তামাশা | হিসেবে | দেখেছে | | টিপু | মুনশি