আর্কাইভ থেকে বাংলাদেশ

শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন

শেখ কামালের ৭৩ তম  জন্মবার্ষিকী উদযাপন

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামীলীগ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর শেখ কামালসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাদ জাহান, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, এটিএম সারওয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি আজিজার রহমান আজু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে শেখ কামালের জীবনীর উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয়।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন শেখ | কামালের | ৭৩ | তম | | জন্মবার্ষিকী | উদযাপন