ক্রিকেট

সাইফউদ্দিনের দলে না থাকা নিয়ে ব্যাখ্যা দিলেন নির্বাচক

সাইফউদ্দিনের দলে না থাকা নিয়ে ব্যাখ্যা দিলেন নির্বাচক
মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়নি বিশ্বকাপের দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল অবশেষে ঘোষণা করেছে বাংলাদেশ। দলে খুব বেশি চমক আছে, তা বলা যাবে না। তবে সাইফউদ্দিনের না থাকাটা কিছুটা আশ্চর্য করেছে ভক্ত-সমর্থকদের। তবে এই অলরাউন্ডার যে থাকবেন, তেমনটিও মোটেও নিশ্চিত কিছু ছিল না। আজ (মঙ্গলবার) দল ঘোষণার পর সাইফউদ্দিনের না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাইফউদ্দিন দলে নেই। সুযোগ মিলেছে তানজিম হাসান সাকিবের। তানজিম হাসান আসন্ন বিশ্বকাপের দলে থাকবেন, এমনটি বোঝার সুযোগ ছিল না খুব বেশি। তবে নির্বাচকরা এই দুই ক্রিকেটারের মধ্যে তানজিম হাসানকে’ই বেছে নিয়েছেন। গাজী আশরাফ হোসেন বলেন, “সবাই খুব কাছাকাছি লড়াই করেছে। যে দলটা দিয়েছিলাম ৩০ তারিখে, সেটা আমরা এক প্রেক্ষাপটে দিয়েছিলাম। সেখানে দু'টো চিন্তা ছিল। আমরা চেয়েছি বর্তমান ক্রিকেটারদের নিয়েই দল করা। আর একটা চিন্তা ছিল ইনজুরি থেকে ফেরা ক্রিকেটাররা, যেমন সাইফউদ্দিন কেমন করে, তা দেখা।“ এরপর তিনি যোগ করেন, আস্থার জায়গায় এগিয়ে ছিল তানজিম সাকিব, “আমাদের যে আস্থার জায়গাটা, সেখানে সাইফউদ্দিনের চেয়ে তানজিম একটু এগিয়ে ছিল। এ জন্য ওকে আমরা দলে রেখেছি।“ তানজিমের একাগ্রতা তাকে এগিয়ে রেখেছে। মূলত সাইফউদ্দিনের কাছে নির্বাচকদের একরকম চাওয়া ছিল। তারা চেয়েছিলেন, ডেথ ওভারের ইয়র্কারগুলোতে যাতে সাইফউদ্দিন দারুণ কিছু করেন। কিন্তু চোট থেকে ফেরা এই ক্রিকেটারের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী তা পায়নি গাজী আশরাফরা। এই প্রধান নির্বাচক বলেন,  “সাকিবকে শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি। তার একাগ্রতা, মাঠে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা তাকে সাইফউদ্দিনের চেয়ে কিছুটা এগিয়ে রেখেছে। আমরা যে কারণে সাইফউদ্দিনের দিকে তাকিয়ে ছিলাম যে ডেথ ওভারে ইয়র্কার করা, সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল, তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি। ৩০ তারিখে যে দলটা দিয়েছিলাম, সেখান থেকে একমাত্র এ জায়গাটাতেই পরিবর্তন হয়েছে।“ পাশাপাশি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে কোন বিষয়গুলো পার্থক্য গড়ে, তা দেখতে চেয়েছে নির্বাচকরা। সর্বশেষ বিপিএলে ভালো করলেও, আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করে সাইফউদ্দিন- তা দেখার চেষ্টা করেছে তারা। গাজী আশরাফ জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে কে কখন উইকেট পাচ্ছে- তা এখানে ভালোভাবে পরখ করা হয়েছে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন সাইফউদ্দিনের | দলে | থাকা | নিয়ে | ব্যাখ্যা | দিলেন | নির্বাচক