আর্কাইভ থেকে বাংলাদেশ

১৯ ঘণ্টার সফর শে‌ষে ঢাকা ছেড়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

১৯ ঘণ্টার সফর শে‌ষে ঢাকা ছেড়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

বায়ান্ন অনলাইন রিপোর্ট/ বায়ান্ন ডট কম

 

প্রায় ১৯ ঘণ্টার সফর শে‌ষে ঢাকা ছেড়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আজ রোববার (৭ আগস্ট) সকাল ১০টা ৪৫ মি‌নিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গো‌লিয়ার উ‌দ্দেশে রওয়ানা করেন তিনি।

চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন দুই দেশে পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে। সেগুলো হলো- সংস্কৃতি বিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সহযোগিতা ও সমুদ্র বিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রায় দেড় ঘণ্টার আলোচনার মধ্যে এক ঘণ্টা ছিল দ্বিপক্ষীয় আলোচনা। এরপর চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়েছে। এর মধ্যে কোনটা চুক্তি আর কোনটা সমঝোতা স্মারক পরে জানানো হবে।

শাহ‌রিয়ার আলম জানান, চীনে ফেরত যাওয়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। করোনার কারণে দীর্ঘদিন চীনে যাত্রা বন্ধ ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন ১৯ | ঘণ্টার | সফর | শে‌ষে | ঢাকা | ছেড়েছেন | চীনের | পররাষ্ট্রমন্ত্রী