আর্কাইভ থেকে বাংলাদেশ

তেল কম দেয়ায় ২ ফিলিং স্টেশনকে জরিমানা

তেল কম দেয়ায় ২ ফিলিং স্টেশনকে জরিমানা

তেল কম দেয়ায় নীলফামারীতে দুই ফিলিং স্টেশনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (৮ আগস্ট) দুপুরে এ অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।

এ সময় জেলা শহরের কালীতলা এলাকার মেসার্স রাজা ফিলিং স্টেশন ও পাঁচমাথা এলাকার মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়।

সহকারী পরিচালক শামসুল আলম বলেন, বাজার তদারকি অভিযানে মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন ও রাজা ফিলিং স্টেশনে ওজনে তেল কম দেয়ার বিষয়টি পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ভাই ভাই ফিলিং স্টেশনকে ২৫ হাজার ও মেসার্স রাজা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো আছে তাদের সতর্ক করা হয়। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে নীলফামারী থানা পুলিশ সহযোগিতা করেন।

বিআ

এ সম্পর্কিত আরও পড়ুন তেল | কম | দেয়ায় | ২ | ফিলিং | স্টেশনকে | জরিমানা