ক্রিকেট

ভারতের জন্য সত্যিকারের সম্পদ হতে পারে অভিষেক: টম মুডি

ভারতের জন্য সত্যিকারের সম্পদ হতে পারে অভিষেক: টম মুডি
আইপিএল ২০২৪ এ বল হাতে সুযোগ সেভাবে আসেনি অভিষেক শর্মার কাছে। তবে ব্যাট হাতে সানরাইজার্স হায়দ্রাবাদের এই অলরাউন্ডার ঠিকই কার্যকরী ছিলেন। অবশ্য রাজস্থান রয়্যালসের সাথে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বল হাতে নিলেন, পাশাপাশি ২৪ রান দিয়ে সংগ্রহ করলেন ২ উইকেট। হায়দ্রাবাদও উঠে গেলো ফাইনালে। দলটির সাবেক কোচ টম মুডি জানিয়েছেন, ভারতের জন্য এক সম্পদ হতে যাচ্ছেন অভিষেক। ব্যাট হাতে ২০৭.৭৫ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন ১৫ ইনিংসে। যেখানে মৌসুমের সবচেয়ে বেশি ছক্কার মার এসেছে তার ব্যাট থেকে। তিনি সংগ্রহ করেছেন মোট ৪৮২ রান। রাজস্থানের বিপক্ষে ম্যাচে বল করতে হবে, এমন কিছু জানা ছিল না অভিষেকের। তবে ঠিকই গুরুত্বপূর্ণ ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। ব্যাটার ছিল সানজু স্যামসন ও শিমরন হেটমায়ার। সাবেক কোচ মুডি বলেন, "হ্যাঁ, সে খুব বেশি বল করে না- ঘরোয়া ক্রিকেটে যেমন বল করা উচিত। তবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে তার বোলিং করা উচিত। কারণ সে খুব জরুরি এক প্যাকেজ, যাকে হিসাব করা দরকার। যে টপ অর্ডারে ব্যাট করতে পারে, আবার বাঁহাতি স্পিন করতে পারে যেকোনো সংস্করণে। সে সামনে আসলেই এক সম্পদ হয়ে উঠতে পারে।" রবিবার (২৬ মে) রাত ৮ ঘটিকায় কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | জন্য | সত্যিকারের | সম্পদ | হতে | পারে | অভিষেক | টম | মুডি