ক্রিকেট

পাকিস্তান দুইশো'র লক্ষ্যে খেলবে, বললেন ফখর জামান

পাকিস্তান দুইশো'র লক্ষ্যে খেলবে, বললেন ফখর জামান
নিজেদের মানসিকতা নিয়ে কাজ করছে পাকিস্তান ক্রিকেট। খুব সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ জিতেছে দলটি। তবে ঠিকই হেরে বসেছিল সিরিজের প্রথম ম্যাচটি। সেখান থেকে ফিরে আসার ব্যাপারটি ছিল কিছুটা পরিকল্পনা আর মানসিকতার পরিবর্তন। যা বললেন পাকিস্তানি ব্যাটার ফখর জামান। তিনি জানিয়েছেন, প্রথমে ব্যাট করতে নামলে ২০০ থেকে ২০০ এর বেশি রান করার লক্ষ্য এখন তাদের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে সেই দেশে এখন অবস্থান করছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। এরমধ্যে বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান দল। পাকিস্তানের লক্ষ্য নিয়ে কথা বলেছেন ফখর। তিনি বলেন, “আমরা যখন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি হারলাম, এরপর আমরা মানসিকতা নতুনভাবে তৈরি করলাম। আমাদের শরীরি ভাষা ছিল আলাদা। আমরা যদি সেটা ধরে রাখি, আপনি একটা পরিবর্তিত দল হিসেবে আমাদের দেখবেন।“ “আমরা প্রতিটি ম্যাচ শেষে বৈঠক করি। আর এখন আমাদের যে ভাবনা, সেখানে প্রথমে ব্যাট করতে নামলে ২০০ থেকে দুইশো’র বেশি রান করার চিন্তা থাকবে। আমি এটা নিয়েই কথা বলছিলাম, এমন অবস্থা ধরে রেখে যদি আমরা বিশ্বকাপে যেতে পারি।“ ফখর পরবর্তীতে আরও জানিয়েছেন, পাকিস্তান দলটি ২০০ এর বেশি রানের লক্ষ্য নিয়ে ব্যাট করবে। দর্শকরা এই চেষ্টা দেখতে পারবে বলে তিন পরিস্কার করে দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | দুইশোর | লক্ষ্যে | খেলবে | ফখর | জামান