জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দক্ষিণ আফ্রিকা। রেজা হেনড্রিকসের ও কুইন্টন ডি কক মিলে ঝড় তোলেন। ডি কক যখন ১৭ বলে ৪১ রানে ফিরছেন- তখন দলের সংগ্রহ ৫ ওভারে ৮১ রান। হেনড্রিক্সের ব্যাটে আসে ১৮ বলে ৩৪ রানের ইনিংস। বাকি ব্যাটারদের মধ্যে ইম্প্যাক্ট ধরে রাখার প্রবণতা কম দেখা গেছে। যেখানে অধিনায়ক রাসি ভ্যান ডার ডুসেন কিছুটা চেষ্টা করেছিলেন। তিনি ২২ বলে ৩০ রানে ফিরেছেন। তবে যে শুরুটা সফরকারী দল করেছিল ব্যাটিংয়ে, তা ধরে রাখা গেলে হয়তো সিরিজ খোয়াতে হতো না তাদের। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৯১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দক্ষিণ আফ্রিকাকে। উইন্ডিজ বোলারদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন গুদাকেশ মোতি। যেটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং। এম/এইচWI WIN & the series is ours!🙌🏾 What a performance from the boys today.👏🏾 #WIREADY #WIvSA pic.twitter.com/nZ9bnjrZc2
— Windies Cricket (@windiescricket) May 25, 2024