আবহাওয়া

ঢাকায় ছয় ঘণ্টায় ৭১ মি.মি. বৃষ্টিপাত

ঢাকায় ছয় ঘণ্টায় ৭১ মি.মি. বৃষ্টিপাত
প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গেলো রাত থেকেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সময় যাওয়ার সাথে বেড়েছে বাতাস ও বৃষ্টির গতি। সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৭১ মি.মি. বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সোমবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, আজ সারাদিন এ বৃষ্টিপাত অব্যহত থাকতে পারে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে। এটি দুর্বল হয়ে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকায় | ছয় | ঘণ্টায় | ৭১ | মিমি | বৃষ্টিপাত