বাংলাদেশ

জুমার নামাজ পড়ালেন জবি'র সেই ইমাম

জুমার নামাজ পড়ালেন জবি'র সেই ইমাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদের ইমামকে নামাজ পড়ানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইমাম মো. সালাহউদ্দিন আহমেদকে অভ্যন্তরীণ এক ঘটনায় অব্যহতি দেওয়া হয়েছিল। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তাকে সাময়িক বিরতি দেওয়া হয়েছিল। আজ (শুক্রবার) জুমার নামাজ পড়িয়েছেন এই ইমাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক ছাত্রীকে গত ১৫ মে রাতে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। যে ঘটনাকে কেন্দ্র করে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনা অবগত হওয়ার পর, তদন্তের সিদ্ধান্ত নেয়। উক্ত সময়ে ইমাম সালাউদ্দিনকে নামাজ পড়ানো থেকে বিরতি দেওয়া হয়। যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভাষ্যমতে জানায়। এই সময়ের মধ্যে এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে নানাভাবে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা তাদের মতো করে প্রতিবাদ জানায়। যেখানে প্রথমে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমাম সালাউদ্দিনকে অব্যহতি দিয়েছে। এদিকে আজ জবির এই ইমাম জুমার নামাজ পড়িয়েছেন কেন্দ্রীয় মসজিদে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্টার আইনুল ইসলাম বলেন, ‘আজ ওনাকে ডেকে নামাজ পড়াতে বলেছি। তিনি সহকারী ইমামের সঙ্গে অল্টারনেট করে নামাজ পড়াতে পারবেন। তবে ঘটনার তদন্ত চলমান থাকবে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে।‘ উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যে বিশিষ্ট কমিটি ঘটন করা হয়।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন জুমার | নামাজ | পড়ালেন | জবির | ইমাম