আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুকে ভাষণ দেয়ার আমন্ত্রণ

মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুকে ভাষণ দেয়ার আমন্ত্রণ
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা। গেলো শুক্রবার (৩১ মে) এক চিঠিতে এই আমন্ত্রণ জানানো হয়। খবর- আলজাজিরা  চিঠিতে স্বাক্ষর করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন, ডেমোক্র্যাটিক সিনেটের চাক শুমার, সিনেট রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল এবং হাউস ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস। আর এমন সময় এই আমন্ত্রণ জানালো হলো যখন গাজায় গণহত্যার দায়ে নেতানিয়াহু্র বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়না জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আর এ আমন্ত্রণ ইসরাইল সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের অত্যন্ত জোরালো সমর্থনের বিষয়টিকেই প্রদর্শন করছে। নেতানিয়াহুকে লেখা চিঠিতে বলা হয়েছে, ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্রের সংহতি ও স্থায়ী সম্পর্ক তুলে ধরতে এবং গণতন্ত্র রক্ষা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও এই অঞ্চলে ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইলি সরকারের দৃষ্টিভঙ্গি শেয়ার করতেই এই আমন্ত্রণ। গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৩৬ হাজার ২৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন মার্কিন | কংগ্রেসে | নেতানিয়াহুকে | ভাষণ | দেয়ার | আমন্ত্রণ