আর্কাইভ থেকে বাংলাদেশ

হলমার্কের জেসমিনের জামিনের রায় ২৮ আগস্ট

হলমার্কের জেসমিনের জামিনের রায় ২৮ আগস্ট

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে আজ। এ বিষয়ে রায়ের জন্য ২৮ আগস্ট দিন ধার্য রেখেছেন হাইকোর্ট।

সোমবার (২২ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খুরশীদ আলম খান গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে আদেশ দিয়েছিলো আদালত। আজ ওই রুলের ওপর শুনানি শেষ হলো।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

সূত্র: বাসস

 

এ সম্পর্কিত আরও পড়ুন হলমার্কের | জেসমিনের | জামিনের | রায় | ২৮ | আগস্ট