এবারও ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এক ঝাঁক বলিউড ও টালিউড তারকারা। ভোটের মাঠে লড়েছেন কঙ্গনা রানাউত, মনোজ তিওয়ারি, শত্রুঘ্ন সিনহা, হেমা মালিনী, অরুণ গোভিল, পবন সিং, রবি কিশন, দীনেশ লাল যাদব, সুরেশ গোপি ও নবনীত রানা।
তবে ফল প্রকাশের পর জয়ের হাসছেন হাতে গোনা কয়েকজনই। যাদের মধ্যে কেরালার ত্রিশুর থেকে জয়ী হয়েছেন বিজেপির তারকা প্রার্থী এবং মালায়ালাম অভিনেতা সুরেশ গোপী। এই প্রথম কেরালায় লোকসভার আসন দখল করল বিজেপি।
প্রথমবার নির্বাচনে দাড়িয়েই বিজয় নিশ্চিত করেছেন বলিউড কুইন খ্যাত কঙ্গনা রানাউত। সাবেক মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিংয়ের এবং বিদায়ী সংসদ সদস্য প্রতিভা সিংয়ের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে জয়ী হয়েছেন তিনি। হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রে বিজেপির কঙ্গনা রানাউতের মোট প্রাপ্ত ভোট ৫,২১,৭৪০।
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের পক্ষে জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে থেকে নির্বাচন করেন তিনি।
মথুরা আসনে তৃতীয়বারের মতো বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন হেমা মালিনী। আসনটিতে ৫ লাখ ১০ হাজার ৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মুকেশ ধানগার পেয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৪০৭ ভোট।
ভোজপুরি সিনেমার তারকা মনোজ তিওয়ারি উত্তর-পূর্ব দিল্লি থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সভাপতি কানহাইয়া কুমার। কানহাইয়াকে ১ লাখ ৩৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন মনোজ তিওয়ারি।
অন্যদিকে, সমাজবাদী পার্টির কাজল নিষাদকে ১ লাখ ৩ হাজার ৫২৬ ভোটের ব্যবধানে পরাজিত করে গোরখপুর আসনে জিতেছেন বিজেপি প্রার্থী রবি কিষাণ। তিনি মোট ৫ লাখ ৮৫ হাজার ৮৩৪ ভোট পেয়েছেন। এছাড়া, বিজেপির হয়ে মিরাট থেকে বিজয়ী হয়েছেন রামায়ন টিভি সিরিজ করে জনপ্রিয়তা পান অভিনেতা অরুণ গোভিল।
এসআই/