সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ লোকাল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক মারা গেছেন।
নিহত ব্যাক্তির নাম সোহাগ (৩২)। তিনি ঝিনাইদহ জেলা সদরের খড়িখালি এলাকার কানুহরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
আজ সোমাবার (২৩ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে শিরাজগঞ্জ লোকাল এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের বিলাসপুর এলাকা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস আই শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, ট্রেন আসার সময় একটি লোক ওই এলাকায় বসা ছিল। কিছুক্ষণ পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি। জয়দেবপুর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
শহিদুল ইসলাম জানান, বিলাসপুর এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।