ভারতের হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার। সেই অনুষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ও মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাইত। আর এ সিদ্ধান্তের প্রতিবাদে তার মনোনয়ন বাতিল করেছে ফিল্মফেয়ার ।
ফিল্মফেয়ার তাদের অফিসিয়াল সাইটে দেয়া এক বিবৃতিতে কঙ্গনারে করা অযৌক্তিক অভিযোগের নিন্দা জানিয়েছে।
সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিল্মফেয়ারে আজকে মিসেস কঙ্গনা রানাউতের অযৌক্তিক বিদ্বেষপূর্ণ মন্তব্যের শিকার হওয়া আমাদের যন্ত্রণাদায়ক। ছয় দশকেরও বেশি সময় ধরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ও ফিল্মফেয়ার একটি প্ল্যাটফর্ম যা নিরপেক্ষভাবে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভাবনদের সম্মানিত করে।
‘এটি আমাদের দৃঢ় নৈতিকতা, যা আমাদের দর্শকদের এবং চলচ্চিত্র শিল্পের আস্থা অর্জনে সাহায্য করেছে। পুরস্কারের সময় প্রথা অনুযায়ী, ফিল্মফেয়ারের নির্বাহী সম্পাদক সেরা অভিনেতার জন্য মনোনীত করার বিষয়ে মিসেস রানাউতকে জানান এবং আমন্ত্রণ পাঠানোর জন্য তার ঠিকানা চেয়েছিলেন।’
এরপর কঙ্গনাকে পাঠানো সেই বার্তাও বিবৃতিতে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘হ্যালো কঙ্গনা। ফিল্মফেয়ারের মনোনয়ন পাওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। আপনি এখানে আসলে আমরা খুশি হব। ৩০ আগস্ট হতে যাওয়া জিও ওয়ার্ল্ড কনভেনশনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনি আসবেন কি না তা দয়া করে নিশ্চিত করুন। যা আপনার জন্য আসন নির্দিষ্ট করতে আমাদের সাহায্য করবে। আপনার বাড়ির বর্তমান ঠিকানাও আমাদের পাঠান যাতে আমরা আপনার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিতে পারি। শুভেচ্ছা।’
সেই সঙ্গে উল্লেখ করা হয়, ‘কোনো সময়ই তাকে পুরস্কার দেয়া হবে এমন কোনো ইঙ্গিত বা ইভেন্টে পারফর্ম জন্য অনুরোধ করা হয়নি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি স্পষ্টভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তার কাছে আমাদের আমন্ত্রণ ছিল এ জাতিকে একত্রিত করা। অর্থাৎ ভারতীয় সিনেমার সম্মিলিত উদযাপনে সবাইকে একত্রিত করার জন্য আমাদের প্রচেষ্টা। ফিল্মফেয়ার পুরস্কার হল সিনেমাগত শ্রেষ্ঠত্বের উদযাপন এবং পুরস্কৃত করা হয়। একজন মনোনীত ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত হবেন কি না বা পারফর্ম করবেন কিনা, তা দেখা হয় না।
‘আরও বলে রাখা ভালো, মিস রানাওয়াত যিনি ৫ বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, এরমধ্যে দুইবার (২০১৪ ও ২০১৫ সাল) উপস্থিত না থেকেই পেয়েছেন। এটা জানা সত্ত্বেও তিনি আসবেন না বা পারফর্ম করবেন না এখানে। ফিল্মফেয়ার পুরষ্কার সম্পর্কে মিসেস রানাউত যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, আমরা ‘থালাইভি’ সিনেমার জন্য তার সেরা অভিনেত্রীর মনোনয়ন প্রত্যাহার করছি।’
সেই সঙ্গে কঙ্গনার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ারও ইঙ্গিত দেয়া হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, ‘আমরা তার বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর বিবৃতিগুলোর বিরুদ্ধে এবং আমাদের খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ করায় যেকোনো আইনি পদক্ষেপ নেয়ার সব অধিকার সংরক্ষণ করি।’
এর আগে গেলো রোববার (২২ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘২০১৪ সাল থেকে আমি ফিল্মফেয়ারের মতো অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও পক্ষপাতমূলক সংস্থাকে ব্যান করেছি। কিন্তু আমার কাছে ওদের অ্যাওয়ার্ড শোতে অংশ নেয়ার জন্য ক্রমাগত ফোন আসছে। এ বছর ওরা আমাকে থালাইভির জন্য পুরস্কার দিতে চায়। ওরা যে আমাকে এখনও মনোনয়ন দেয় সেটা জেনে অবাক হলাম। এমন দুর্নীতিগ্রস্ত কাউকে প্রশ্রয় দেয়াটা এটা আমার মর্যাদা ও নীতিবিরুদ্ধ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করব।’
এসি