রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফলতম কোচ এখন কার্লো আনচেলত্তি। সফল হতে হলে শিরোপা জয় করতে হয়। সেই শিরোপা জয়ে নিজেকে অনন্য জায়গায় নিয়েছেন এই ইতালিয়ান কোচ।
ফিফা আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই শিরোপা জয়ের মাধ্যমে রিয়ালের ক্লাব ইতিহাসের ১২২ বছরে সবচেয়ে বেশি ট্রফি জিতলেন আনচেলত্তি। তার জেতা টফির সংখ্যা ১৫ টি। রিয়ালের আরেক ‘গ্রেট’ কোচ মিগুয়েল মুনোজের ঝুলিতে আছে ১৪ টি ট্রফি।
আনচেলত্তি মুনোজকে ছাড়িয়ে গেলেন। এই অভিব্যক্তি জানিয়ে তিনি বলেন, ‘অনেক শিরোপা! খুব ভালো লাগছে। খুবই আনন্দিত বোধ করছি। এটা তো সাফল্য।‘
আন্তঃমহাদেশীয় কাপ জেতার আগে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের মতো মেজর সব ট্রফি জিতেছেন আনচেলত্তি। রিয়ালের দায়িত্ব নেয়ার পর দুই মেয়াদের ৩ টি চ্যাম্পিয়নস লিগ, ২ টি লা লিগা, ২ টি কোপা দেল রে, ২ টি স্প্যানিশ কাপ, ৩ টি উয়েফা সুপার কাপ, ২ টি ক্লাব বিশ্বকাপ আর গত রাতে (১৮ ডিসেম্বর) আন্তঃমহাদেশীয় কাপ- এই হলো আনচেলত্তির ট্রফি জয়ের বিবরণ।
আনচেলত্তি সর্বপ্রথম ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব রিয়ালের দায়িত্ব পালন করেন। পরেরববার ২০২১ সাল থেকে বর্তমান পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব পালন করে আসছেন তিনি।
এম এইচ//