আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার আগ্রাসনের ৬ মাস

ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার আগ্রাসনের ৬ মাস

সোভিয়েত ইউনিয়ন থেকে ১৯৯১ সালের ২৪ আগস্ট বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে ইউক্রেন। আর চলতি বছরের ঠিক ছয় মাস আগে ২৪ ফেব্রুয়ারি দেশটিতে কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। ফলে ২৪ আগস্ট যেমন ইউক্রেনের ২১তম স্বাধীনতা দিবস, তেমনই ইউক্রেন রাশিয়ার লড়াইয়েরও ছয় মাস পূর্ণ হয়েছে।

এদিন রুশ বাহিনী আকাশ, ভূমি ও জলপথে আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কায় স্বাধীনতা দিবসের উদযাপন সীমিত করেছে ইউক্রেন। এ তথ্য  জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গেলো ছয় মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেনের কিছু অঞ্চল দখল করেছে। কিছু এলাকা ইউক্রেন আবার পুনর্দখল করেছে।

এই অবস্থায় জেলেনস্কি জানান, তিনি রাশিয়ার হাত থেকে ক্রাইমিয়া আবার দখল করার শপথ নিচ্ছেন। তিনি বলেন, ২০১৪ সালে রাশিয়া বেআইনিভাবে ক্রাইমিয়া দখল করে নেয়। ক্রাইমিয়া স্বাধীন করাটা খুবই জরুরি। 

আমেরিকা এবং ইইউ ইউক্রেনকে শয়ে শয়ে কোটি ডলারের যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করেছে। কিন্তু তারা রাশিয়ার সঙ্গে সরাসরি কোনো সামরিক সংঘর্ষে জড়ায়নি।

গেলো মঙ্গলবার (২২ আগস্ট) রাতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য ‘রাশিয়ান উস্কানির’ বিষয়ে সতর্ক করেছেন এবং কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতা গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

কেএস 

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেনের | স্বাধীনতা | দিবসে | রাশিয়ার | আগ্রাসনের | ৬ | মাস