জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান
দেশের সব সেনানিবাস ও ডিওএইচএস এলাকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ,এসবিপি (বার),ওএসপি, এনডিইউ, পিএসসি,পিএইচডি। রোববার (৯ জুন) ঢাকা সেনানিবাসের শহিদ মঈনুল রোড এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচি উদ্ধোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর )জানিয়েছে, ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদ্ধুদ্ধ হয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গেলো ৫ জুন জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসত বাড়ির চারপাশ ও অফিসের ফাঁকা স্থানে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন। সেই আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু হলো। অভিযানের অংশ হিসেবে সেনানিবাস,প্রশিক্ষণ এলাকা, ফায়ারিংরেঞ্জ,ডিওএইচএস এলাকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে ফলজ, বনজ,ঔষধি ও সৌন্দর্য্য বর্ধক গাছের চারা রোপণ করা হবে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। দেশের বনজ সম্পদ বাড়িয়ে পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেসিও ও অন্যান্য পদবির সেনা সদস্য বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | সেনাবাহিনীর | বৃক্ষরোপণ | অভিযান | উদ্বোধন | সেনাপ্রধান