বাংলাদেশ

যে কারণে ৪ দিন ধরে সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ

যে কারণে ৪ দিন ধরে সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ
মিয়ানমার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের ট্রলার ও স্পিড বোট লক্ষ্য করে দফায় দফায় গুলি ছোড়ার ঘটনায়, ৪দিন ধরে এই রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটির। এ কারণে খাদ্য সংকট তৈরির ঝুঁকিও তৈরি হয়েছে। সোমবার (১০ জুন) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী  বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ৪ দিন ধরে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। স্পিড-বোট চলাচলও বন্ধ। তবে এখনো পর্যন্ত কোনো সংকট হয়নি। কিছুটা খাবার নিয়ে কষ্টে আছেন দ্বীপের বাসিন্দারা। তবে এখনও খাবার সংকট তৈরি হয়নি। সংকট হতে পারে সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। আর কয়েকদিন বন্ধ থাকলে খাবার সংকটও তৈরি হতে পারে। এদিকে খাদ্য ও পণ্যবাহী বোট চলাচল করতে না পারায় সেন্টমার্টিনের দোকানগুলোতে যেমন মজুদকৃত খাদ্য পণ্য শেষ হতে চলেছে তেমনি এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম দ্বিগুণ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। দ্রুত সামাধান না হলে দ্বীপবাসীর খাদ্য, চিকিৎসাসহ অন্যান্য সমস্যা আরও বাড়তে পারে বলে ধারণা স্থানীয়দের। টেকনাফ  ইউএনও   জানান, এ বিষয়ে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হচ্ছে । তবে জরুরি ভিত্তিতে শাহপরীর দ্বীপ অংশ থেকে বিকল্প পদ্ধতিতে বঙ্গোপসাগর হয়ে সেন্টমার্টিন যাওয়া যায় কিনা তাঁরা সেটি দেখছেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন জানান, গুলি ছোড়া হচ্ছে। কিন্তু কারা গুলি করছে এটি বোঝা যাচ্ছে না। যেহেতু ওপারে যুদ্ধ চলছে তাই এসব বিষয় নিয়ে সরকারকে জানানো হয়েছে এবং স্থানীয়ভাবেও সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কারণে | ৪ | দিন | ধরে | সেন্টমার্টিনে | ট্রলার | চলাচল | বন্ধ