দেশজুড়ে

১২ ঘণ্টার মাথায় সেই শিশুকে উদ্ধার করলো পুলিশ

১২ ঘণ্টার মাথায় সেই শিশুকে উদ্ধার করলো পুলিশ
কিশোরগঞ্জের তাড়াইলে সিঁধ কেটে শিশু সন্তান চুরির ১২ ঘণ্টার মাথায় উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার নীলগঞ্জ থেকে আড়াই মাস বয়সি জুনায়েদ নামের শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে এক নারীসহ দুজনকে। সোমবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ বেত্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে তাড়াইল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ শিশুকে উদ্ধার করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। পুলিশ সুপার জানান, আটক রুবেলের স্ত্রী খাদিজার চারটি কন্যা সন্তান রয়েছে। তাদের কোন ছেলে সন্তান নেই। গতকাল একটি হাসপাতালে রুবেলের স্ত্রীর খাদিজা আরও একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাই পুত্র সন্তান না থাকায় রুবেল সিঁধ কেটে ওই ছেলে শিশুটাকে চুরির পরিকল্পনা করে। আটক দুই আসামি তিনি বলেন, শিশুকে চুরি করার পর স্ত্রী খাদিজা একই সঙ্গে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম দেন বলে প্রচার করেন রুবেল। পুলিশ বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়িতে যায়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে শিশু চুরির ঘটনা। জুনায়েদকে উদ্ধারের পর তাঁর মায়ের কোলে তুলে দেন পুলিশ সুপার। এদিকে হারিয়ে যাওয়া বুকের ধন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুর মা সানজিদা আক্তার নাজনীন। অল্প সময়ের মধ্যে হারিয়ে যাওয়া সন্তানকে উদ্ধার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ১২ | ঘণ্টার | মাথায় | শিশুকে | উদ্ধার | করলো | পুলিশ