আর্কাইভ থেকে ক্রিকেট

আইপিএল খেলার জন্য সাকিবের অনুমতি পুনর্বিবেচনা করবে বিসিবি

আইপিএল খেলার জন্য সাকিবের অনুমতি পুনর্বিবেচনা করবে বিসিবি

আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। গতকাল এক লাইভে এসে টেস্ট খেলা চালিয়ে যেতে চান এমন আগ্রহ প্রকাশ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে তার অনাপত্তিপত্র পুনর্বিবেচনা করা হবে।

রোববার (২১ মার্চ) সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্ট নিজ বাসবভবনে বোর্ড পরিচালকদের নিয়ে রুদ্ধধার বৈঠকে বসেন। এ বৈঠকের পর বোর্ড পরিচালক আকরাম খান গণমাধ্যমকে জানান, সাকিবের লাইভ নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। বাংলাদেশের নিউজিল্যান্ড সফর নিয়ে মূলত কথা হয়েছে। আর সাকিবের বিষয়ে পুরো ভিডিও দেখার পর সিদ্ধান্ত হবে। 

তিনি বলেন, সাকিব চিঠি দিয়েছে আমি নাকি চিঠি পড়িনি, অনেকেই আপনারা ফোন করেছেন। আমি হয়তোবা ভুল বুঝতে পারি চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে ওর কথায় বুঝা গেছে। কাল-পরশু বোর্ডের সবাই মিলে আলাপ আলোচনা করবো, ওর অনাপত্তিপত্র নিয়ে আমরা চিন্তা করব। ও যদি টেস্টখেলতে আগ্রহী হয় তাহলে ও যাবে শ্রীলংকা সিরিজে টেস্ট খেলতে। আর বাকি যেটা আছে আমরা দেখে সিদ্ধান্ত নেব কী করা যায়। 

এ সম্পর্কিত আরও পড়ুন আইপিএল | খেলার | জন্য | সাকিবের | অনুমতি | পুনর্বিবেচনা | করবে | বিসিবি