ক্রিকেট

ভেঙ্গে পড়েছে পাকিস্তানের খেলোয়াড়েরা: আজহার মাহমুদ

ভেঙ্গে পড়েছে পাকিস্তানের খেলোয়াড়েরা: আজহার মাহমুদ
পাকিস্তান দলের মনোবল ভেঙে পড়েছে। টানা দুই হারে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে দল। পাকিস্তান দলের সহকারী কোচ আজহার মাহমুদ সংবাদ সম্মেলনে এসে এমনটি বলেছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে, এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও হারতে হয়েছে তাদের। ভারতের বিপক্ষে ম্যাচটিতে ১২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে পাকিস্তান। এরপর ৭ উইকেট হারিয়ে ১১৩ রান পর্যন্ত যেতে পারে দলটি। সোমবার সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের সহকারী কোচ মাহমুদ বলেন, 'দুই হারের পর, সবার হৃদয় ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের সাথে হারের চেয়েও ভারতের বিপক্ষে হার আরও বেশি হতাশ করেছে।' ‘দলের মনোবল এখন অনেক নিচু হয়ে গেছে। তবে এটা উতরাতে পারা গুরুত্বপূর্ণ, কারণ এখনো আমাদের ফিরে আসার সুযোগ আছে। শেষ হওয়ার আগে আমরা আশা হারাব না।‘ খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছে। এমন আলোচনাও তুলেছেন মাহমুদ। তিনি বলেন, 'যদি কোনো খেলোয়াড় নিজেকে নিয়ে সন্দেহ প্রকাশ করে, এটা খুব কঠিন। নিজেদের নিয়ে আত্মবিশ্বাস দেখালে, সবকিছু ভুল প্রমাণ হয়ে যাবে।'   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ভেঙ্গে | পড়েছে | পাকিস্তানের | খেলোয়াড়েরা | আজহার | মাহমুদ